হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় তাহির মিয়া (৪৬) নামে এক ব্যক্তির উপর হামলা চালানো হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার ভোর ৬টার দিকে এই হামলার ঘটনা ঘটে। আহত তাহির মিয়া ওই এলাকার মৃত জহুর আলীর পুত্র। আহত সূত্রে জানা যায়, প্রতিবেশী দুদু মিয়া তার নিজস্ব জায়গায় বাসা গড়ে তুললেও তার বাসার সিড়ি জনসাধারণের চলাচলের রাস্তার গড়ে তুলেন। যা নিয়ে স্থানীয়দের মধ্যে চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে তাহির মিয়া দুদু মিয়াকে জিজ্ঞেস করলে সে উত্তেজিত হয়ে উঠে। এক পর্যায়ে তার ছেলে হৃদয় মিয়া ও মেয়ের জামাই শামীম মিয়াসহ কয়েকজন তার উপর অতর্কিত হমালা চালায়। এতে সে গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।