বাহুবলে দুইপক্ষের তুমুল সংঘর্ষে আহত অর্ধশতাধিক
তারিখ: ১০-সেপ্টেম্বর-২০২৪
জুবায়ের আহমেদ, বাহুবল \

বাহুবল হত্যা মামলার সাক্ষীকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে। তাদের মধ্যে দু’জনকে সিলেট ওসমানী মেডিকেল প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে উপজেলার লামাতাশী ইউনিয়নের কাশিপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই বছর আগে ফজর আলীর ছেলে মিজান মিয়া (২২) নিহত হয়। ওই হত্যা মামলায় সাক্ষী মানা হয় আব্দুস সালাম এর ছেলে কাওসার মিয়াকে। এ ঘটনার জের ধরে সোমবার সকালে কাওসার মিয়া ঘুম থেকে উঠার সাথে সাথেই তার সাথে কথা-কাটাকাটি হয় নুর আলী ও তার লোকজনের। একপর্যায়ে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের প্রায় অর্ধশতাধিক লোকজন আহত হয়। আহতদের মধ্যে আব্দুল বারিক ও আজগর আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং কাওসার মিয়া সহ ৩০ জনকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় কাশিপুর গ্রামে উত্তেজনা বিরাজ করছে। 
এ বিষয়ে জানতে চাইলে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মশিউর রহমান জানান, উপজেলার কাশিপুর গ্রামে দু’পক্ষের সংঘর্ষে অনেক লোক আহত হয়েছে। তবে নিহতের কোন খবর পাওয়া যায়নি।

প্রথম পাতা