পিন্টু রায়ের অনিয়মের বিরুদ্ধে অর্ধশতাধিক কৃষকের অভিযোগ
তারিখ: ১০-সেপ্টেম্বর-২০২৪
স্টাফ রিপোর্টার \

 হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের ৯ ওয়ার্ডের সার বীজ এর নিযুক্ত ডিলার পিন্টু রায়ের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। এতে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন ও ডিলার বাতিলের জন্য হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ওই এলাকার বাসিন্দা মোঃ তাহির মিয়া, জাহির মিয়া, আবু কালাম, শাহেদ মিয়া, আব্দুস সোবহান, আব্দুস সালাম, মোঃ নুর আলম, কাইয়ূম, সাজিদ মিয়া, মোঃ আনোয়ার ও মোঃ ফজল মিয়াসহ অর্ধশতাধিক কৃষক লিখিত অভিযোগটি দায়ের করেন।
অভিযোগে বলা হয়, রিচি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কৃষকদের সহায়তার জন্য পিন্টু রায়ের মালিকাধিন প্রতিষ্ঠান রনি ও নয়ন ট্রেডার্সকে ডিলার নিযুক্ত করা হয়। নিয়ম অনুযায়ী তার প্রতিষ্ঠান ৯নং ওয়ার্ডে থাকার কথা থাকলেও তিনি শহরের খাদ্য গোদাম রোডে দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসছেন। এতে করে ওই ওয়ার্ডের সাধারন কৃষকদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয়। অনেকেই ডিলারে আসতে না পেরে অতিরিক্ত মূল্য দিয়ে সাধারণ দোকান থেকে সার ও বীজ ক্রয় করে আসছেন। 
এতে করে একদিকে যেমন হয়রানির শিকার হচ্ছেন তারা। অন্যদিকে বাড়তি টাকা নষ্ট হচ্ছে এলাকার কৃষকদের। এছাড়া পিন্টু রায় নিজের সুবিধার জন্য অনিয়ম ভাবে খাদ্য গোদাম রোডে রমরমা ব্যবসা করছে। প্রকৃত কৃষকরা সেবা থেকে বঞ্চিত হলেও বিষয়টি সে তোয়াক্কা করছে না। বিষয়টি নিয়ে এলাকার সাধারণ কৃষকদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। এতে ওই ডিলারশিপ বাতিলসহ পিন্টু রায়ের বিরুদ্ধে তদস্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জোর দাবী জানিয়েছেন ভ‚ক্তভোগী কৃষকরা।

প্রথম পাতা