শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষের পদত্যাগ
তারিখ: ১০-সেপ্টেম্বর-২০২৪
স্টাফ রিপোর্টার \

অবশেষে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করলেন হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ সুনির্মল রায়। রবিবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন সুনির্মল রায়। তিনি বলেন, কাজের পরিবেশ নেই এমন জায়গায় তিনি থাকতে চান না। তাই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। জানা গেছে, অধ্যক্ষ সুনির্মল রায়ের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতাসহ বিস্তর অভিযোগ তুলে শিক্ষার্থীরা। এরই প্রেক্ষিতে গেল কিছুদিন যাবত আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। তারা কলেজে ক্লাস বর্জনসহ একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দেন। একই সাথে তালা ঝুলিয়ে দেন অধ্যক্ষের কার্যালয়ে। প্রতিদিনই শিক্ষার্থীরা অধ্যক্ষের পদত্যাগের দাবীতে করে পালন করেন বিক্ষোভ মানববন্ধনসহ নানা কর্মসূচি। সবশেষ রোববার বিকেলে তারা অধ্যক্ষের বিস্তর দুর্নীতি আর অনিয়মের চিত্র তুলে ধরে হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। উল্লেখ্য, হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সুনির্মল রায়ের বিরুদ্ধে শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিরোধীতা, মেডিকেল কলেজের বিভিন্ন খাতে বরাদ্দকৃত সরকারি অর্থ আত্মসাত, শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণসহ বিভিন্ন অভিযোগ তোলেন। এসব অভিযোগে তারা নানান কর্মসূচি পালন করে আসছিলেন।

প্রথম পাতা