চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির জয়েন্ট সেক্রেটারী সিনিয়র সাংবাদিক ফারুক মাহমুদের উপর অতর্কিত হামলা চালানো হয়েছে। গত রবিবার বিকাল ৩টায় চুনারুঘাট বাল্লারোডস্থ হাজী আলীম উল্লা মাদ্রাসার সামনে বাংলালিংক টাওয়ারে নিচে এ হামলার ঘটনা ঘটে। বাংলালিংক টাওয়ারের নিচে দাঁড়িয়ে ফোনে কথা বলার সময় ৫/৬শ গজ দূরে কিছু সংখ্যক যুবক জনৈক এক ব্যক্তিকে বেধড়ক মারপিট করছিল। এ সময় দুর্বৃত্তরা সাংবাদিক ফারুক মাহমুদের উপর হঠাৎ হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। স্থানীয়রা আহত সাংবাদিক ফারুক মাহমুদকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন আছেন। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন