মহাসড়কে অবৈধভাবে পাচারকৃত ১২০ বস্তা ভারতীয় জিরা জব্দ, আটক ১
তারিখ: ১৮-নভেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার ॥

 হবিগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে অবৈধভাবে পাচারের সময় ১২০ বস্তা ভারতীয় জিরা (ওজন ৩ হাজার ৬০০ কেজি) জব্দ করা হয়েছে। এ সময় একজনকে আটক করা হয়। ১৬ নভেম্বর সন্ধ্যায় সদর মডেল থানার লস্করপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে আব্দুর রউফ টি-স্টলের সামনে পাকা রাস্তা থেকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে ডিবি। ডিবি পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় মসলা পাচারের তথ্য তাদের কাছে ছিল। শনিবার নির্দিষ্ট স্থানে একটি গাড়ির মাধ্যমে জিরার বড় চালান পাচারের প্রস্তুতি চলছে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় পাচারের জন্য প্রস্তুত রাখা ১২০ বস্তা ভারতীয় জিরা এবং ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে পাচারের সাথে জড়িত এক ব্যক্তিকে আটক করা হয়। জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিকে আইনগত প্রক্রিয়ার জন্য সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে ডিবি সূত্রে জানা গেছে। পাচারকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা।

প্রথম পাতা