শহরের ঘোষপাড়া এলাকায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার একমাত্র আসামি রণধীর গোপ (৪০) কে ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার বিকালে ঢাকা র্যাব-৩ এর একটি দল হবিগঞ্জ সদর থানা পুলিশের সহযোগিতায় তথ্যপ্রযুক্তির সাহায্যে তাকে গ্রেফতার করে। সদর থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীন জানান, মামলাটি নির্যাতিতার মা বাদী হয়ে করার সাথে সাথে রুজু করে আসামি গ্রেফতারে অভিযান শুরু করা হয়। র্যাবসহ বিভিন্ন বাহিনীর নিকট বার্তা প্রেরণ করা হয়। এর প্রেক্ষিতে র্যাব-৩ এর সহযোগিতায় তাকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার মৃত মনিন্দ্র গোপের পুত্র।
এর আগে গত বৃহস্পতিবার বিকালে তার বাকপ্রতিবন্ধী কন্যাকে কৌশলে রণধীর গোপ তার বাসায় নিয়ে ধর্ষণ করে সটকে পড়ে। ঘটনাটি তরুণী আকার ইঙ্গিতে তার মাকে জানালে তিনি আশপাশের লোকজনকে জানান। এ সময় কয়েকজন মুরুব্বী বিষয়টি রফাদফার চেষ্টা চালায়। রণধীর কামড়াপুর এলাকায় টমটম ব্যাটারীর ব্যবসা করে। এ কারণে তার পরিবার বিষয়টি অর্থের বিনিময়ে ধামাচাপার চেষ্টা করে এবং নিরীহ পরিবারকে বিভিন্নভাবে হুমকি দেয়। ওই এলাকার হরিলাল দেবের কন্যা তরুণী অসুস্থ হলে তার পরিবার তাকে সদর হাসপাতালে ভর্তি করে। গত শনিবার মামলা রুজু করে এসআই রিজেনকে দায়িত্ব দেয়া হয়।