স্টাফ রিপোর্টার ॥
হবিগঞ্জ জেলা বিএনপির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক তিনবারের সভাপতি মহিবুল ইসলাম শাহিনের বহিষ্কার আদেশ প্রত্যাহার হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ১০নং লস্করপুর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল সোমবার রাত ৮ টায় স্থানীয় কটিয়াদি বাজাকে তাকে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মইনুল হাসান দুলাল, বিএনপি নেতা এডভোকেট এজে জালাল আহমেদ, ১০নং লস্করপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ মিয়া, জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক আলমগীর হোসেন জুমন, যুবদল নেতা আরিফুল ইসলাম আরজত,
পইল ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক, শাহ আলম, রোমান মিয়া, ছালেক মিয়া, জাহির মিয়াসহ লস্করপুর ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ।