স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলায় আওয়ামী ডেভিলদের অপতৎপরতা এখনো থেমে নেই। পতিত সরকারের সাবেক সংসদ সদস্যদের অন্যতম সহযোগী আব্দুল ওয়াদুদ তালুকদারের নেতৃত্বে ডেভিলরা সংঘবদ্ধ হচ্ছে। আব্দুল ওয়াদুদ উপজেলার খাগাউড়া ইউনিয়নের তাজপুর গ্রামের বাসিন্দা। গত ১৩ নভেম্বর আব্দুল ওয়াদুদ তালুকদারকে বানিয়াচং থানা পুলিশের বিশেষ অভিযানে থাকে গ্রেফতার করে। পুলিশ রহস্যজনক কারনে তাকে সন্দেহজনক ধারায় আদালতে সোপর্দ করলে ওয়াদুদ জামিনে বেরিয়ে আসে। আদালত থেকে এসেই আবারো ডেভিলদের নিয়ে নানা রকম দেশ বিরোধী কর্মকান্ডের পায়ঁতারা চালাচ্ছে। উক্ত ওয়াদুদ জেলে আটক সাবেক এমপি আব্দুল মজিদ খান ও সাবেক পলাতক এমপি ময়েজ উদ্দীন শরীফ রুয়েলের ঘনিষ্ট সহচর। আব্দুল ওয়াদুদ তালুকদারের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র রয়েছে। পতিত সরকারের আমলে এমপি মজিদ খান, ময়েজ উদ্দীন শরীফ রুয়েল ও হবিগঞ্জ সদর সংসদ সদস্য এডভোকেট আবু জাহিরের ঘনিষ্ট সহযোগী থেকে অনেক লুটপাঠসহ সাধারণ মানুষকে নানা রকম হয়রানি করার এন্তার অভিযোগ রয়েছে। সে একজন ডেভিল হওয়া সত্বেও বানিয়াচং পুলিশ ওয়াদুদের বিরুদ্ধে আইনী কোন পদক্ষেপ নিচ্ছে না বলে এলাকাবাসীর অভিযোগ।