হবিগঞ্জ-লাখাই টমটম মালিক সমিতির পক্ষ থেকে জিকে গউছকে ফুলেল শুভেচ্ছা
তারিখ: ১৮-নভেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার ॥

বার বার নির্বাচিত পদত্যাগকারী মেয়র, হবিগঞ্জের উন্নয়নের রুপকার আলহাজ্ব জি কে গউছকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে হবিগঞ্জ- লাখাই টমটম মালিক সমিতি। গতকাল সোমবার রাত ৯ টায় টমটম মালিক সমিতির সভাপতি মনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক আব্দুর রহমানসহ শতাধিক লোকজন উপস্থিত ছিলেন। শুভেচ্ছাকালে টমটম সমিতির সকল নেতৃবৃন্দ আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রিয় নেতা আলহাজ্ব জিকে গউছের ধানের শীষের  পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনিও টমটম সমিতিকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

প্রথম পাতা