প্রেস বিজ্ঞপ্তি ॥
ইসলামী সংগ্রাম পরিষদের সভাপতি আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী বলেন, শায়েস্তাগঞ্জ নিবাসী কুলাঙ্গার ফাবিহা আক্তার তার ফেসবুক আইডিতে বিশ^নবী হযরত মুহাম্মদ (সা.) এবং উম্মুল মুমিনীন হযরত খাদিজা (রা.)-এর শানে অত্যন্ত জঘন্য, অবমাননাকর ও কুরুচিপূর্ণ ভাষায় একটি পোস্ট করেছে। তার এই জঘন্য মন্তব্যে সারাদেশের মুসলমানদের ধর্মীয় আবেগ ও অনুভূতিতে আঘাত করেছে। এর ফলে তাদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
এই ধরনের অপরাধ শুধু নৈতিক অবক্ষয়ই নয়, রাষ্ট্রীয় নিরাপত্তা, স্থিতিশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্যও মারাত্মক হুমকি। এমতাবস্থায়, কটূক্তিকারী ফাবিহার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে; অন্যথায় এর সমূহ দায়ভার সরকার ও প্রশাসনকে বহন করতে হবে।
গতকাল সোমবার সকাল ১০টায় ইসলামী সংগ্রাম পরিষদ হবিগঞ্জের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইসলামী সংগ্রাম পরিষদ হবিগঞ্জের সভাপতি আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী সাহেবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আবু সালেহ সা‘দী ও যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা লোকমান ছাদীর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন মাওলানা তাজুল ইসলাম, মাওলানা মঈনুল ইসলাম, আলহাজ্ব মুহিব উদ্দিন আহমদ সোহেল, আলহাজ্ব শামসুল হুদা সভাপতি ব্যকস হবিগঞ্জ, মাওলানা নোমান আহমদ, মাওলানা আজিজুর রহমান আজিজ এছাড়াও উপস্থিত ছিলেন— মাওলানা আজিজুল হক, মাওলানা আবুল কালাম আযাদ বাহুবল, মাওলানা আফসার আহমদ, মাওলানা তানভীর আহমদ, মাওলানা সাঈদুর রহমান প্রমুখ।
কুলাঙ্গার ফাবিহার জামিন না দেওয়ার জন্য বিচারকদের প্রতি অনুরোধ করেন- ইসলামী সংগ্রাম পরিষদ হবিগঞ্জের সাধারণ সম্পাদক মাওলানা আবু সালেহ সা‘দী। একই সঙ্গে আল্লাহ তা‘আলা ও তাঁর রাসূলের দুশমন এই কুলাঙ্গারের পক্ষে আইনী সহায়তায় অংশ না নেওয়ার জন্য জেলার সকল আইনজীবীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।