আগামীর বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা কর্মসূচির বিকল্প নেই- সৈয়দ ফয়সল
তারিখ: ১৮-নভেম্বর-২০২৫
মাধবপুর প্রতিনিধি ॥

 হবিগঞ্জ-৪ চুনারুঘাট-মাধবপুর আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃফয়সল বলেছেন- তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১-দফা কর্মসূচিই আজকের বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্খার মূর্ত প্রতীক হয়ে উঠেছে। আগামী দিনে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের এটিই একমাত্র রোডম্যাপ।'এই ৩১-দফা কর্মসূচির সফল বাস্তবায়ন তখনই সম্ভব হবে, যখন আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের প্রতীক ধানের শীষে ভোট দিয়ে বিএনপির বিজয় নিশ্চিত করবেন। এখন অন্য দিকে তাকানোর সময় নেই; আমাদের সকলের উদ্দেশ্য একটিই ধানের শীষের বিজয়।
জুলুম নির্যাতনের পরিণাম ভয়াবহ। এর ফল ভোগ করতেই হয়। গত ১৭ বছর জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবার মানুষ তাদের মূল্যবান ভোট দিতে পারবে। এ আসনে মনোনয়নের জন্য আমরা ৩জন প্রতিযোগিতা করেছি। দল আমাকে মনোনয়ন দিয়েছে। অন্য দু’জন আমাকে অভিনন্দন জানিয়েছে। আমরা এখন ঐক্যবদ্ধ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনীত মার্কা হচ্ছে ধানের শীষ। তাঁদের প্রতিনিধি হিসেবে হবিগঞ্জ-৪ চুনারুঘাট-মাধবপুর আসনে ধানের শীষের বাহক হওয়ার দায়িত্ব আমার ওপর অর্পিত হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস, আপনারা সকলে মিলে ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করবে। আপনাদের মূল্যবান ভোটে আমি নিবার্চিত হলে অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র উদ্যোক্তা তৈরিতে সহায়তা, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপন, বাজার অবকাঠামো উন্নয়ন এবং নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ প্রণোদনা দেওয়া হবে। অগ্রাধিকারভিত্তিতে শিক্ষা ও স্বাস্থ্যখাতকে ঢেলে সাজানো হবে। প্রতিটি ইউনিয়নে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাতৃসেবা কেন্দ্র, জরুরি চিকিৎসা ইউনিট এবং গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নে বিশেষ বরাদ্দ দেওয়া হবে। সোমবার বিকালে মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়ন বিএনপি আয়োজিত মৌজপুর মাদ্রাসা মাঠে বিশাল নিবার্চনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথাগুলো বলেন। 
জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখতে গিয়ে সাবেক হবিগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান  বলেন- ১৯৯১ সালে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া সৈয়দ মোঃ ফয়সল ভাইয়ের হাতে ধানের শীষ তুলে দেয়ার পর থেকে আজ পর্য়ন্ত তিনি দলকে শক্তিশালী করার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। বিগত ৩৫ বছর ধরে মাধবপুর-চুনারুঘাট উপজেলার সাধারন মানুষের মুখে হাসি ফুটানোর জন্য কাজ করছেন। তিনি আমাদের কাছে একজন পরীক্ষিত নেতা। তাই আগামীতে দু’উপজেলাকে আধূনিক উপজেলার রুপান্তর করতে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার জন্য কাজ করতে হবে। আদাঐর ইউনিয়ন বিএনপির সভাপতি চেয়ারম্যান মীর খুরশেদ আলমের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আনোয়ার হোসেনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সামছুল ইসলাম কামাল, পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, সম্পাদক হামিদুর রহমান, পৌর বিএনপির সাধারন সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলাউদ্দিন আল রনি, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সাবেক চেয়ারম্যান সামসুল মামুন, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, যুবদলের আহবায়ক এনায়েতউল্লাহ, প্রধান শিক্ষক আসাদৌজামান, বিএনপি নেতা মোস্তফা কামাল বাবুল, সুমন চৌধুরী, ফজলুর রহমান বুলেট, ফিরোজ মিয়া, জহিরুল ইসলাম, গোলাপ খাঁ, তাউস মিয়া, আবু মিয়া মেম্বার, হিরন আলী মেম্বার, হরষত আলী মেম্বার, তারা মিয়া, আবু ছায়েদ, যুবদলের যুগ্ম আহবায়ক মাসুকুর রহমান মাসুক, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরিদুর রহমান, যুগ্ম আহবায়ক আল আমিন প্রমুখ।

প্রথম পাতা