মোঃ আবদুল হক রেনু, শায়েস্তাগঞ্জ ॥ শায়েস্তাগঞ্জ পুরান বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক (অবঃ) প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান নুনু মাস্টার (৮০) গতকাল সোমবার সকাল সাড়ে ১০ টায় ঢাকা বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি....রাজিউন)। মৃত্যুকালে তিনি ৫ পুত্র সন্তান, কন্যা সন্তান, স্ত্রী, নাতি, নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তার জানাযার নামাজ গতকাল সোমবার রাত সাড়ে ৮ টায়- শায়েস্তাগঞ্জ পুরান বাজার শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। জানাযায় হাজার হাজার মসল্লীগণ অংশ নেন। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গতকাল মরহুমের নিজ বাড়ি নতুন ব্রীজ সংলগ্ন কুটিরগাঁও গ্রামে এসে পৌঁছলে এলাকার শত শত লোকজন তাকে এক নজর দেখতে ভীড় জমান। তিনি নতুন ব্রীজ পিপলস মেডিকেল সেন্টারের স্বত্ত্বাধিকারী ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।