মাধবপুরে সেনাবাহিনীর হাতে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
তারিখ: ২৫-নভেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার ॥ “

মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের সদর গ্রাম থেকে ৯২ পিছ ইয়াবা ও ৬৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ শাহ আলম (৪৩)কে গ্রেফতার করেছে সেনাবাহিনী। গতকাল সন্ধ্যা সাড়ে টায় তাকে আটক করা হয়।  সেনাবাহিনী জানায়, আটককৃত শাহ আলম দীর্ঘদিন ধরে প্রশাসনকে ফাঁকি দিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবা ব্যবসা করে আসছিল। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ক্যাম্পের ক্যাপ্টেন আরাফি তাজওয়ার আমিননেতৃত্বে সদর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার কাছ থেকে ৯২ পিছ ইয়াবা ও ৬৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে মাধবপুুর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।