চুনারুঘাট ও নবীগঞ্জ উপজেলায় দায়ের করা তিনটি পৃথক মাদক মামলায় চার আসামিকে কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাঁকন দে এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্র জানায়, জি.আর ৫০৮/২১ (চুনারুঘাট)-চুনারুঘাট উপজেলার কামাইছড়া চা বাগান এলাকার মনোহরী গঞ্জুর পুত্র রাহুল গঞ্জু (রথিস গঞ্জু প্রকাশ কালা) ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ১৯(খ) ধারায় দোষী সাব্যস্ত হয়। আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া জি.আর ১০৭/২৩ (নবীগঞ্জ)-নবীগঞ্জ উপজেলায় দায়ের করা মামলায় দণ্ডপ্রাপ্তরা হলেন, চুনারুঘাট উপজেলার পানারগাঁও গ্রামের মৃত আব্দুল সাত্তারের পুত্র মোঃ আব্দুল শহীদ ও বাহুবল উপজেলার নোয়াবাদ গ্রামের মৃত ছাবু মিয়ার পুত্র লেবু মিয়া। অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত উভয় আসামিকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অন্যদিকে জি.আর ৫০০/২১ (চুনারুঘাট)-চুনারুঘাট উপজেলার রাকী আশ্রয়ণ কেন্দ্র এলাকার হিরা মিয়ার পুত্র মোঃ সুজন মিয়াকে একই আইনে দোষী সাব্যস্ত করে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আদালতের স্টেনোগ্রাফার পার্থ সারথি ভট্টাচার্য্য বলেন, ‘বিজ্ঞ আদালত ৩ মাদকের মামলায় ৪ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন। আদালতের আদেশমতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে’।