মাধবপুরে দিনদুপুরে শিক্ষিকার বাসায় দুর্ধর্ষ ডাকাতি!
তারিখ: ২৫-নভেম্বর-২০২৫
মাধবপুর প্রতিনিধি ॥

 মাধবপুরে দিনদুপুরে এক শিক্ষিকার বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (২৩ নভেম্বর) সকালে স্কুলে পরীক্ষা নেওয়ার সময় দুর্বৃত্তরা তার বাসায় ঢুকে এক তরুণীকে অজ্ঞান করে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে উপজেলার জগদীশপুর ইউপির জগদীশপুর গ্রামের চাষী মার্কেট-সংলগ্ন এলাকায়। ভূক্তভোগী গৌরী রাণী বণিক, স্থানীয় জগদীশপুর যোগেশ চন্দ্র হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা।
স্থানীয় সূত্রে জানা যায়, চাষী মার্কেটের পেছনে অবস্থিত ওই বাসায় নারী সদস্যসহ ৩৪ জন মুখোশধারী দুর্বৃত্তরা শিক্ষিকার মোবাইল নম্বর চাইতে আসে। এভাবে কৌশলে প্রবেশের চেষ্টা করতে গিয়ে তারা ঘরে থাকা মেয়েটিকে মাথায় আঘাত করে এবং মুখে কাগজ ঠেসে অজ্ঞান করে ফেলে।
ঘটনার পর শিক্ষিকার স্বামী বাবুল বণিক এবং জগদীশপুর হাই স্কুলের প্রধান শিক্ষক নুরুল্লাহ ভূঁইয়া মাধবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। শিক্ষিকা গৌরী রাণী বণিক বলেন, “দিনদুপুরে আমার ঘরে ডাকাতি হয়েছে। দুর্বৃত্তরা আলমিরা ভেঙে ৪৫ ভরি স্বর্ণালঙ্কার ও ৩৪ লাখ টাকা লুট করে নিয়ে যায়। আমি সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানাই।”
এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।