মাঠ পর্যায়ে ভূমি ব্যবস্থাপনা মূল্যায়নে দেশের শ্রেষ্ট ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দীন
তারিখ: ২৫-নভেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার ॥

মাঠ পর্যায়ে ভূমি ব্যবস্থাপনায় বাংলাদেশে শ্রেষ্ট বিভাগীয় কমিশনার নির্বাচিত হয়েছেন ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দীন আহম্মেদ চৌধুরী। গতকাল দুপুরে ঢাকার তেজগাও ভূমি ভবনের অডিটরিয়ামে শরফ উদ্দীন আহম্মেদ চৌধুরী ইকবালের হাতে প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুছ স্বাক্ষরিত দেশের শ্রেষ্ট বিভাগীয় কমিশনারের সনদ ও ক্রেষ্ট তুলে দেন ভুমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। “অটোমেটেড ভূমী ব্যবস্থাপনা ও নাগরিকদের ভূমি সেবা প্রদান কার্যক্রম” মূল্যায়নে ২০২৪-২০২৫ অর্থ বছরে বিভাগীয় কমিশনার ক্যাটাগরিতে শরফ উদ্দীন আহম্মেদ চৌধূরী এ কৃতিত্ব অর্জন করেন। উল্লেখ্য ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দীন আহম্মেদ চৌধুরী হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কাগাপাশা ই্উনিয়নের চানপুর গ্রামের বাসীন্দা। তাঁর ক্ষিানুরাগী পিতা মরহুম নজির উদ্দীন আহম্মেদ চৌধুরী বানিয়াচং কাগাপাশা জনতা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা ও প্রধান শিক্ষক ছিলেন। শরফ উদ্দীন আহম্মেদ চৌধুরী নিজ গ্রামে বাবার নামে নজির উদ্দীন আহম্মেদ চৌধুরী কলেজ প্রতিষ্টা করছেন।