ডিবির অভিযানে ৪২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
তারিখ: ১২-ডিসেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযানে ৪২০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ডিবি সূত্রে জানা যায়, সদর মডেল থানাধীন পৈল উত্তরপাড়া এলাকায় জনৈক শাহজাহানের বসতঘরে অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা। অভিযানের এক পর্যায়ে ঘরের বারান্দা-সংলগ্ন প্রথম কক্ষের খাটের তোষকের নিচ থেকে ৪২০ পিস অবৈধ মাদক ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একজন মাদক কারবারিকে আটক করে ডিবি পুলিশ। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ। জেলা পুলিশ জানায়, মাদক কারবারিদের বিরুদ্ধে ডিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।