১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট, এই প্রথম এক সাথে দুই ভোট
তারিখ: ১২-ডিসেম্বর-২০২৫
আখলাছ আহমেদ প্রিয় ॥

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। একই দিনে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনেরও ঘোষণা দিয়েছেন তিনি। ভাষণে এবার নির্বাচনকে চ্যালেঞ্জ মনে করে সব রাজনৈতিক দল, প্রার্থীদের ভোটে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন সিইসি। 
ঘোষিত তশসীল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৯ ডিসেম্বর ও বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। আপিলের শেষ সময় ১১ জানুয়ারি। আপিল নিষ্পত্তির তারিখ ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং অফিসার কর্তৃক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। নির্বাচনী আনুষ্ঠানিক প্রচারণা চলবে ২২ জানুয়ারি থেকে ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগ পর্যন্ত তথা আগামী ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত। এছাড়া তফসিল ঘোষণার পর কোনো প্রার্থী যদি নির্বাচনী আইন বা আচরণ বিধি লঙ্ঘন করেন, তার বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে পারবে। এমনকি অভিযোগ গুরুতর হলে প্রার্থিতাও বাতিল হতে পারে বলে তপশীলে বলা হয়েছে। এদিকে, দেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় নির্বাচনের ব্যালট হবে সাদা, আর গণভোটের ব্যালট হবে গোলাপি। এবার নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হওয়ায়, ভোটগ্রহণের সময় একঘণ্টা বাড়িয়ে সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা করা হয়েছে। নির্বাচন সূত্রমতে, তফসিল ঘোষণা থেকে ভোট গ্রহণের দিনের মধ্যে ৪০ থেকে ৪৫ দিনের পার্থক্য থাকে। তবে এবার সেই সময় বাড়িয়ে করা হয়েছে দুই মাস। এদিকে, জাতীয় নির্বাচনের তপশীল ঘোষনার পর হবিগঞ্জ শহরসহ জেলার বিভিন্ন এলাকায় প্রার্থীরা নিজেদের ব্যানার ফেস্টুন সরিয়ে নিতে দেখা গেছে।