কোনো সরকার দুর্নীতিমুক্ত শাসন উপহার দিতে পারেনি- অলিউল্লাহ নোমান
তারিখ: ১২-ডিসেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার ॥

 হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মজলুম সাংবাদিক অলিউল্লাহ নোমান নেতাকর্মীদের নিয়ে চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নে গণসংযোগ শেষে পথসভা বলেছেন আজকে এই ইউনিয়নে ঘুরে মনে হয়েছে, গত ৫৪ বছর দেশে কোন সরকারই ছিল না। সরকার থাকলে স্বাধীনতার ৫৪ বছর পর রাস্তাঘাট এমন বেহাল অবস্থা হওয়ার কথা নয়। তিনি বলেন আমরা ৫৪ বছর দেখেছি, বিভিন্ন রকমের দল ক্ষমতায় এসেছে, কিন্তু কোনো সরকারই আমাদের দেশে দুর্নীতিমুক্ত শাসন উপহার দিতে পারেনি বরং প্রতিটি সরকারের সময় দুর্নীতি বেড়েছে। দুর্নীতিতে বাংলাদেশ একের পর এক চ্যাম্পিয়ন হয়েছে। আমরা আর দুর্নীতিতে চ্যাম্পিয়ন দলকে ক্ষমতায় দেখতে চাই না। আমরা এমন একটি দলকে ক্ষমতায় দেখতে চাই যে দল ক্ষমতায় গেলে দেশে ইসলামী শাসন ব্যবস্থা চালু হবে। দেশে ন্যয় বিচার প্রতিষ্টিত হবে। প্রশাসন দুর্নীতি মুক্ত হবে। প্রতিটি মানুষ তার অধিকার ফিরে পাবে। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়নের হাট বাজারে, গ্রাম-গঞ্জে পাড়া-মহল্লায় দাঁড়িপাল্লার প্রচার প্রচারণা চালিয়েছেন অলিউল্লাহ নোমান। প্রচার প্রচারনা শেষে রাত সাড়ে ৭টায় আমতলী বাজারে এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারী মীর ছায়েব আলী, নায়েবে আমীর হাফেজ আ স ম কামরুল ইসলাম। উপস্থিত ছিলেন সহকারি সেক্রেটারী জেনারেল ফুয়াদ হাসান, মাধবপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মোস্তাফা কামাল, সহকারী সেক্রেটারী আব্দুল হাফিজ ভূইয়া, অর্থ সম্পাদক সফিকুর রহমান, পৌর জামায়াতের সভাপতি আব্দুর রহমান সোহাগ, মাধবপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল খায়ের, জামায়াত নেতা মাহমুদুল হাসান শিবলী, দেওরগাছ ইউনিয়ন জামায়াতের সহ সভাপতি আব্দুল আহাদ শামীম, অর্থ সম্পাদক মো. তারেকুল ইসলাম তানভীর, জামায়াত নেতা রায়হান উদ্দিন সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।