মুক্তিযোদ্ধা সংসদ নবীগঞ্জ কমান্ডের পরিচিতি সভা
তারিখ: ১২-ডিসেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার ॥

মুক্তিযোদ্ধা সংসদ নবীগঞ্জ কমান্ডের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর ১২টায় নবীগঞ্জ মধ্যবাজারে মুক্তিযোদ্ধা সংসদ এর পুরাতন কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নবীগঞ্জ কমিটির আহবায়ক নুর উদ্দিন বীর প্রতীক। 
এতে প্রধান অতিথি হিসেবে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমান্ডের সদস্য সচিব হুমায়ুন কবির, যুগ্ম আহবায়ক জিয়াউল আহসান জিয়া, সদস্য গোলাম মতুর্জা, মোহাম্মদ হোসেন, ছিদ্দিক আলী প্রমূখ।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদেরকে এক হয়ে থাকতে হবে। ২৪ এর আন্দোলনের পর একটি পক্ষ ৭১ কে মুছে ফেলতে চেয়েছিল। কিন্তু দেশের সর্ববৃহৎ দল বিএনপি এর বিরুদ্ধে রুখে না দাড়ালে আমাদের অস্তিস্থ বিলীন হয়ে যেত।