হবিগঞ্জ শহরে পোস্টার-ব্যানার তোরণ বিলবোর্ডসহ প্রচার সামগ্রী অপসারণ শুরু
তারিখ: ১২-ডিসেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার ॥

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর হবিগঞ্জে রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণের তৎপরতা দেখা দিয়েছে। গতকাল জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, দেয়াললিখন, বিলবোর্ড, গেইট, তোরণ, প্যান্ডেল ও আলোকসজ্জাসহ সব ধরনের প্রচারসামগ্রী তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ করতে হবে। এ সময়সীমা আগামী ১৩ ডিসেম্বর ২০২৫ শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্ভাব্য প্রার্থীদের নিজ খরচে ও নিজ উদ্যোগে এসব প্রচারসামগ্রী অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অপসারণ না করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়।
এ নির্দেশনা আসার পর থেকেই হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। শহরের থানার মোড়, সার্কিট হাউস এলাকা, নতুন বাসস্ট্যান্ডসহ বিভিন্ন পয়েন্টে বিএনপি, ছাত্রদল, যুবদল ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাদের নেতাদের নামে লাগানো তোরণ, ব্যানার, বিলবোর্ড ও ফেস্টুন খুলে নিচ্ছেন। শহরের বিভিন্ন এলাকায় একই ধরনের দৃশ্য লক্ষ্য করা গেছে। জেলা প্রশাসন জানিয়েছে, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে এবং আচরণবিধি কঠোরভাবে প্রয়োগের অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।