লস্করপুরের শ্যামপুর গ্রামে প্রতিপক্ষের ছুরিকাঘাতের ১২দিন পর যুবকের মৃত্যু
তারিখ: ১২-ডিসেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের আদ্যপাশা (শ্যামপুর) গ্রামে পারিবারিক কলহের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সালেহ উদ্দিন আহমেদ (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। জানা যায়, গত ২৮ নভেম্বর রাতে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন সালেহ উদ্দিনের ওপর হামলা চালায় এবং তাকে ছুরিকাঘাত করে আহত করে। স্থানীয়রা উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে দীর্ঘ ১২ দিন চিকিৎসাধীন থাকার পর গত (১০ ডিসেম্বর) রাত ১১টার দিকে সালেহউদ্দিন মারা যান। সদর থানা ওসি দেলোয়ার হোসেন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের জিম্মায় দেয়া হয়েছে। আসামিদের আইনের আওতায় আনা হবে।