কালিয়ারভাঙ্গায় ধানের চারা নষ্টের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে আহত
তারিখ: ১১-জানুয়ারী-২০২৬
স্টাফ রিপোর্টার ॥

নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের শ্রীমতপুর গ্রামে জমির পানি ছেড়ে ধানের চারা নষ্টের প্রতিবাদ করায় মোজাহিদ মিয়া (২৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে আহত করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।
আহত সূত্রে জানা যায়, গতকাল শনিবার দুপুরে মৃত সামছু মিয়ার পুত্র আহত মোজাহিদ মিয়াদের ধানের জমির আইল কেটে পানি ছেড়ে দেয় কয়েকজন লোক। শুধু তাই নয় তাদের ধানের চারা নষ্ট করা হয়। এক পর্যায়ে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মোজাহিদ মিয়া বাঁধা দিলে দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালানো হয়। এ সময় তারা মোজাহিদকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে। লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। খবর পেয়ে ওসির নির্দেশে থানার এসআই হিল্লোল রায় আহত মোজাহিদকে দেখতে হাসপাতালে যান। নবীগঞ্জ থানার ওসি জানান, আইনের উর্ধ্বে কেউ নয়। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।