এবি পার্টির প্রার্থী এ্যাডভোকেট মোকাম্মেল হোসেন মনোনয়নের বৈধতা পেলেন
তারিখ: ১১-জানুয়ারী-২০২৬
স্টাফ রিপোর্টার ॥

 হবিগঞ্জ-৪ চুনারুঘাট-মাধবপুরে ত্রয়োদশ নির্বাচনের প্রার্থী এ্যাডভোকেট মোকাম্মেল হোসন রবিন এর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেছেন আপিল ট্রাইবুনাল। জেলা রিটার্নিং কর্মকর্তা নমিনেশন বাতিল ঘোষণা করেছিলেন। জেলা রিটার্নিং কর্মকর্তার বাতিল করা ঘোষণার বিরুদ্ধে ৫৫/২৬ আপিল্যান্ট কোর্ট  রিটার্নিক কর্মকর্তার সিদ্ধান্তকে সঠিক নয় বলে ঘোষণা করে এবি পার্টর প্রার্থী এ্যাডভোকেট মোকাম্মেল হোসেন রবিন এর প্রার্থীতা বৈধতা ঘোষণা করা হয়। আপিল্যান্ট পক্ষে সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা মামলাটি পরিচালনা করেন। 
উল্লেখ্য, চুনারুঘাট-মাধবপুর উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ ৪ আসনের এ্যাডভোকেট মোকাম্মেল হোসেন রবিন ঈগল প্রতিক নিয়ে নির্বাচন করছেন। ইতিমধ্যে ঈগল প্রতিক নিয়ে ভোটারদের মাঝেও উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। ত্রয়োদশ নির্বাচনে এ্যাডভোকেট মোকাম্মল হোসেন রবিন চুনারুঘাট উপজেলা থেকে একক প্রার্থী হিসাবে ঈগল প্রতিক নির্বাচনী মাঠে চষে বেড়াচ্ছেন।