নবীগঞ্জ প্রতিনিধি ॥
হবিগঞ্জ-১ নবীগঞ্জ-বাহুবল আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া বলেছেন, লেজ গুটিয়ে দেশ থেকে পালিয়ে গেছে শেখ হাসিনা। মানুষের বিপদের সময় দুটি পথ থাকে, এক রুখে দাড়ানো, আরেকটা পথ পালিয়ে যাওয়া। শেখ হাসিনা কোন পথ বেচেঁ নিয়েছেন সবাই জানে। কিন্তু আমাদের নেত্রী ছিলেন আপোষহীন দেশনেত্রী। তিনি জীবন দিয়েছেন দেশ ছেড়ে পালিয়ে যাননি। শনিবার (১০ জানুয়ারি) বিকালে নবীগঞ্জ উপজেলা ও পৌর যুবদল কর্তৃক আয়োজিত ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথা গুলো বলেন। উপজেলা যুবদল আহ্বায়ক মোশাহিদ আলম মুরাদের সভাপতিত্বে এবং সদস্য সচিব রায়েছ আহমদের পরিচালনায় শোক সভায় বিশেষ অতিথি ছিলেন- উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সরফরাজ চৌধুরী, পৌর যুবদলের আহ্বায়ক মোঃ আলমগীর মিয়া, সদস্য সচিব জহিরুল ইসলাম সোহেল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ছাত্রনেতা নাবেদ মিয়া, যুবনেতা সাইফুল ইসলাম বাবু, সোয়াদ আহমেদ প্রমূখ।
প্রধান অতিথির বক্তৃতায় ড. রেজা কিবরিয়া আরও বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন যুগ যুগান্তর ধরে আমাদের নেত্রী। এক হাজার বছর পরও বাংলাদেশ থাকলে বেগম খালেদা জিয়ার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখা থাকবে। শহীদ জিয়াও ছিলেন দেশ প্রেমিক। দেশ ও দেশের মাটি ও মানুষের জন্য কাজ করেছেন। তাদের উত্তরসুরি তারেক রহমান বহু বছর পর দেশে ফিরেছেন। তিনি দেশের উন্নয়নে রোডম্যাপ করে এগিয়ে যাচ্ছেন। বিশিষ্ট অর্থনীতিবিদ রেজা কিবরিয়া বলেন, সেন্টু ও নোমান নামে দু’জন বিএনপি কর্মী আমার বিরুদ্ধে আচরণ বিধি লঙ্গনের অভিযোগ দিয়েছেন। খুবই উদ্ধুদ্ধ ও দুঃখ জনক। ওরা কার লোক আমরা তাও জানি। তারা দলের বিরুদ্ধে গিয়ে দলের প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ দেয়া দুঃখজনক।