পরিকল্পনা কমিশন সচিব ড. কাইয়ুম আরা’র সঙ্গে জেলা স্কাউট নেতৃবৃন্দের সাক্ষাৎ
তারিখ: ১১-জানুয়ারী-২০২৬
স্টাফ রিপোর্টার ॥

 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে পরিকল্পনা কমিশন সচিব ড. কাইয়ুম আরা বেগমের সঙ্গে হবিগঞ্জে জেলা স্কাউট নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভা হয়েছে। গতকাল শনিবার দুপুরে হবিগঞ্জ সার্কিট হাউজে এ সাক্ষাত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় সচিব কাবিং সম্প্রসারণ প্রকল্পের কার্যক্রম (প্রশিক্ষণ সংক্রান্ত) সম্পর্কে খোঁজ খবর নেন। স্কাউট নেতৃবৃন্দ হবিগঞ্জ জেলা স্কাউট ভবন নির্মাণের গুরুত্ব তুলে ধরেন। সচিব নেতৃবৃন্দের বক্তব্যে একাত্মতা পোষণ করে সহযোগীতার আশ্বাস প্রদান করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- লিডার ট্রেইনার বদরুন্নাহার, কমিশনার কাজী মোঃ কামাল উদ্দিন, সম্পাদক মোঃ শাহজাহান কবির, জেলা কাব লিডার স্কাউট লিডার সহকারি কমিশনার ও বিভিন্ন উপজেলা স্কাউট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।