চুনারুঘাটে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে দুই ব্যক্তিকে জেল-জরিমানা
তারিখ: ১১-জানুয়ারী-২০২৬
স্টাফ রিপোর্টার ॥

চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন রোধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার চুনারুঘাট সদর, উবাহাটা, আহম্মদাবাদ ও দেওরগাছ ইউনিয়নের বিভিন্ন এলাকায়  অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় উপজেলার ঘনশ্যামপুর এলাকায় কৃষি জমির উপরিভাগ থেকে মাটি কাটার সময় সময় হাতেনাতে দুটি ট্রাক্টর আটক করা হয়। একই সঙ্গে মাটি কাটাার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শফিকুল ইসলাম (৬২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত শফিকুল ইসলাম একই এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এদিকে একই দিনে অপর এক অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িত মো. সুমন মিয়া নামে এক ব্যক্তি ৫০ হাজার আর্থদণ্ড প্রদান করা হয়। সুমন মিয়া পানছড়ি এলাকার ইদ্রিস আলীর ছেলে।