লাখাই প্রতিনিধি ॥
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান ও চেকপোস্ট পরিচালনা করেছে লাখাই থানা পুলিশ। গতকাল শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৪টা থেকে উপজেলার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র বুল্লা বাজারে এই অভিযান চালানো হয়। সারা দেশে চলমান বিশেষ নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানা গেছে। অভিযান চলাকালে সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হয়। বিশেষ করে অবৈধ যানবাহন শনাক্তকরণ, লাইসেন্সবিহীন মোটর সাইকেল এবং ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় পুলিশ। এই অভিযানে নেতৃত্ব দেন লাখাই থানার এসআই মানিক। এসময় তার সাথে ছিলেন এএসআই হাকিম এবং সঙ্গীয় পুলিশ ফোর্সের একটি চৌকস দল।
অভিযান সম্পর্কে পুলিশ জানায়, সারা দেশে এটি একটি নিয়মিত কার্যক্রম। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড রুখতে উপজেলার বিভিন্ন পয়েন্টে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, নিরাপদ লাখাই গড়তে সাধারণ মানুষের সহযোগিতা একান্ত কাম্য। একইসাথে সকল যানবাহন চালককে ট্রাফিক আইন মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।