চুনারুঘাট প্রতিনিধি ॥
চুনারুঘাটের আহমদাবাদ ইউনিয়নের কালিশিরি গ্রামের একটি গ্রামীন সড়ক কেটে উপজেলা কৃষকলীগের সভাপতি মুজিবুর রহমানের নেতৃত্বে একদল দুর্বৃত্ত জোর পূর্বক মাটি কেটে নিয়ে গেছে। ফলে এলাকার সাধারণ মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে। দেখা দিয়েছে এলাকাবাসীর মাঝে চরম উত্তেজনা। এ ঘটনায় এলাকাবাসীর পক্ষে একই গ্রামের মৃত আতার আলীর পুত্র হোসেন আলী মীর বাদী হয়ে উপজেলা কৃষকলীগের সভাপতি মুজিবুর রহমানসহ ১২ জনের বিরুদ্ধে গতকাল শনিবার চুনারুঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এলাকাবাসী জানান, নোয়াহাটি হতে প্রধান সড়কে যাওয়ার মাঝামাঝি স্থানে ধান্য জমি রয়েছে। এ সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষসহ ছোট ছোট যান চলাচল করে।
কিন্তু গত পরশু ভোরে দুর্বৃত্তরা জোরপুর্বক মাটি কেটে ট্রাক্টরযোগে পাচার করতে থাকে। এ সময় হোসেন আলী মীর এগিয়ে এলে দুর্বৃত্তরা তাকে প্রানে হত্যার হুমকী দিলে তিনি চলে এসে গ্রামবাসীকে বিষয়টি অবগত করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দুর্বৃত্তদের ভয়ে এলাকাবাসী মুখ খোলতে না পারায় শনিরার হোসেন আলী মীর চুনারুঘাট থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন, মুজিবুর রহমান, সুমন মিয়া, মামুন মিয়া, সুজন মিয়া, শওকত আলী, আঃ কাদির, খলিল মিয়া, মাহমুদ মিয়া, ফারুক মিয়া। এ প্রসঙ্গে চুনারুঘাট থানার ডিউটি অফিসার জানান, অভিযোগ পাওয়া গেছে।