স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে একঝাঁক তরুণদের নেতৃত্বে লাল সবুজ সমাজকল্যাণ পরিষদের সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ডে ভুয়সী প্রশংসার দাবীদার। আর্ত মানবতার সেবায় লাল সবুজ সমাজকল্যাণ পরিষদের উত্তরোত্তর সফলতা কামনা করি। নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের চৌধুরী বাজারস্থ লাল সবুজ সমাজকল্যাণ পরিষদের কার্যালয়ে সংগঠনের ১০ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিশিষ্ট সমাজসেবক আশরাফ উদ্দিন প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। গতকাল বিকেলে লাল সবুজ সমাজকল্যাণ পরিষদের ১০ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সংগঠনের সভাপতি হুমায়ুন কবির আজিমের সভাপতিত্বে কেক কাটা ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক আরিফ হাসনাত ফাহিমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ জে,কে, হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও লাল সবুজ সমাজকল্যাণ পরিষদের উপদেষ্টা আব্দুস সামাদ, সংগঠনের উপদেষ্টা শিক্ষক গোলাম রব্বানী, সাংবাদিক মুরাদ আহমদ, মাষ্টার সুহেল আহমদ, চৌধুরী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মাহতাব উদ্দিন,সাবেক মেম্বার মর্তুজ আলী।এসময় লাল সবুজ সমাজকল্যাণ পরিষদের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন যথাক্রমে পর্তুগাল প্রবাসী শাহিন আলম,যুক্তরাজ্য প্রবাসী আবুল হাসান, জাহাঙ্গীর আলম,শাহ মামুন প্রমূখ। সভায় বক্তাগণ প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক আশরাফ উদ্দিনের প্রচেষ্টায় নবীগঞ্জ রুদ্রগ্রাম - চৌধুরী বাজার আনগাঁও সড়ক পুনঃসংস্কারের কার্যক্রম শুরু হওয়ায় তাঁর প্রতি সংগঠন তথা এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি লাল সবুজ সমাজকল্যাণ পরিষদের দাতা সদস্য পদ গ্রহণ করায় সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান। উল্লেখ্য গতকাল বিকেলে বিশিষ্ট সমাজসেবক আশরাফ উদ্দিন নবীগঞ্জ রুদ্রগ্রাম- চৌধুরী বাজার সড়ক পুনঃসংস্কার কাজ পরিদর্শন করেন। এসময় লাল সবুজ সমাজকল্যাণ পরিষদের নেতৃবৃন্দসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত সংগঠনের ১০ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক আশরাফ উদ্দিনকে লাল সবুজ সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে নেতৃবৃন্দ সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন।