স্টাফ রিপোর্টার ॥ জেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বিকেল ৩টায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে তাদের মধ্যে শীতবস্ত্র তুলে দেয়া হয়। এ সয় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সদস্য সচিব হুমায়ূন কবীর, যুগ্ম-আহবায়ক জিয়াউল আহসান ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক নুরুল হক টিপু প্রমূখ।