হবিগঞ্জে রেজিস্ট্রেশনবিহীন এবং বৈধ কাগজপত্র ছাড়া চলাচল করা যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) দুপুরে জেলা পরিষদের ডাকবাংলোর সামনে এই অভিযান পরিচালনা করে হবিগঞ্জ জেলা ট্রাফিক পুলিশ।
অভিযানে মোট ১৭টি মোটরসাইকেল আটক করা হয় এবং সড়ক পরিবহন আইনে ২৭টি মামলা দায়ের করা হয়েছে। জেলা ট্রাফিক পুলিশ জানায়, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ দমন নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানের সময় জেলা পুলিশ কার্যক্রমে সরাসরি সহযোগিতা করেছে। কর্তৃপক্ষ জনগণকে সচেতন থাকার পাশাপাশি সব ধরনের যানবাহন পরিচালনায় আইন মেনে চলার জন্য আহ্বান জানিয়েছেন। ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এমন অভিযান নিয়মিতভাবে চালানো হবে।