স্টাফ রিপোর্টার ॥ প্রার্থীতা ফিরে ফেলেন ২৪২ হবিগঞ্জ -৪ (চুনারুঘাট -মাধবপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোঃ মিজানুর রহমান চৌধুরী। গতকাল মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাছির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের আপিল বোর্ড। এ খবর চুনারুঘাট-মাধবপুরে পৌছলে মিজানুর রহমান চৌধুরী কর্মী সমর্থক ও ভোটারদের মাঝে আনন্দের বন্যা বসে।