চুনারুঘাটের লেবাছ পাল্টানো যুবলীগ নেতা তাজুল বাহার এখনও বহাল তবিয়তে
তারিখ: ১২-জানুয়ারী-২০২৬
স্টাফ রিপোর্টার ॥

বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে বিরুদ্ধে অবস্থান নেয়া চুনারুঘাটের যুবলীগ নেতা তাজুল বাহার এখনও অধরা রয়েছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও প্রকাশ্যে ঘুরাফেরা করায় জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। সে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক বিমানামন্ত্রী এডভোকেট মাহবুব আলী পরবর্তীতে সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের ঘনিষ্টজন পরিচয় দিয়ে নানা অপকর্ম করলেও বর্তমানে বহাল তবিয়তে থাকায় এলাকাবাসীর মাঝে নানা প্রশ্নের জন্ম নিয়েছে। 
জানা যায়, চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের হাবিবুল্লাহ বাহার এর পুত্র তাজুল বাহার বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যুবলীগ নেতা পরিচয় দিয়ে দাপটের সাথে চলাফেরা করেছিল। এমনকি তার অত্যাচারে প্রায় সময়ই স্থানীয় এলাকাবাসী আতংকে দিন কাটিয়েছে। গত জুলাই আন্দোলনে যুবলীগের নেতাকর্মীদের নিয়ে অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে চুনারুঘাটে ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নেয় তাজুল বাহার। এরপরও তার বিরুদ্ধে কোন ধরণের মামলা না হওয়ায় এমনকি তাকে গ্রেফতার না করায় জনমনে ক্ষোভের সঞ্চার হয়। সাবেক বিমানামন্ত্রী এডভোকেট মাহবুব আলী ও সাবেক এমপি ব্যরিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের ছত্রছায়ায় থেকে নানা অপকর্ম করলেও অদৃশ্য কারণে সে সকল অপকর্ম থেকে পাড় পেয়ে যাচ্ছে। বর্তমানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তার অতীত লেবাছ পাল্টিয়ে বর্তমানে মোমবাতি প্রতীকের পক্ষে কাজ করছে বলেও জানা গেছে। এ ধরণের সুযোগ সন্ধানীয় দুর্নীতিবাজ যুবলীগ নেতা তাজুল বাহারকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

প্রথম পাতা