শাহজিবাজার রাবার বাগানে গাছ বিক্রয় দরপত্রে ব্যাপক অনিয়ম
তারিখ: ১২-জানুয়ারী-২০২৬
স্টাফ রিপোর্টার ॥

 শাহজিবাজার রাবার বাগানে গাছ বিক্রয় দরপত্রে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। উক্ত দরপত্রে ৪৬টি প্রতিষ্ঠান দরপত্রে অংশ নিলেও মাত্র ৩টি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে টেন্ডারবাজি হয়েছে মর্মে গত ১১ জানুয়ারী ২০২৬ইং তারিখে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোপরেশন এর চেয়ারম্যান বরাবরে অভিযোগ করেছেন ক্রিয়েট ফার্মের স্বত্ত্বাাধিকারী মোঃ ফজলুল হকসহ ৪৬টি প্রতিষ্ঠানের মালিকগণ। অভিযোগ সূত্রে জানা যায়, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের সূত্রস্থ দরপত্র বিজ্ঞপ্তি নং-৬, ২৪/১২/২০২৫ইং অনুকূলে সর্বমোট ৪৬ টি প্রতিষ্ঠান দরপত্র ক্রয় করেন। উক্ত দরপত্র ক্রয়কারী ৪৬টি প্রতিষ্ঠানের মধ্যে হতে মাত্র ৩টি প্রতিষ্ঠানের দরপত্র দাখিল হয়। দরপত্র দাখিলকারী ৩ (তিন) টি প্রতিষ্ঠান হলো যথাক্রমে- তালুকদার কন্সট্রাকশন, ফাতেমা ফার্নিচার মার্ট এবং ফাতেমা ইলেট্রনিক হার্ট। দরপত্র দাখিলকৃত ৩টি প্রতিষ্ঠান বঙ্গবন্ধু গবেষনা ও সমন্বয় পরিষদের পরিচালনা কমিটির কতিপয় কর্মকর্তার পালিত আওয়ামী বহিরাগত সন্ত্রাসীদের সমন্বয়ে এই দরপত্রটিতে অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে দরপত্র দাখিল না করতে জোরপূর্বক বাধা প্রদান ও শারীরিকভাবে হেনস্থা করেন। যাহার মূল পরিকল্পনাকারী তালুকদার কন্সট্রাকশনের স্বত্ত্বাধিকারী।
বিগত ০৫ই আগস্ট/২০২৪ইং ছাত্র-জনতার অভ্যুত্থানের পরেও তালুকদার কন্সট্রাকশন এর মালিকের সাথে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের বঙ্গবন্ধু গবেষনা ও সমন্বয় পরিষদের পরিচালনা কমিটির অনেকের সাথে অত্যান্ত গভীর সু-সম্পর্ক থাকায় তালুকদার কন্সট্রাকশনের এই অনিয়ম-দূর্নীতি করার প্রয়াস পায়। বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের বঙ্গবন্ধু গবেষনা ও সমন্বয় পরিষদের পরিচালনা কমিচির পদ-পদবী উল্লেখ পূর্বক একটি ছায়াকপি চেয়াম্যান বরাবরেও সংযুক্ত করেন অভিযোগকারী।
দাখিলকৃত ৩টি প্রতিষ্ঠানের মধ্যে তালুকদার কন্সট্রাকশন, যাহার নামে শাহজীবাজার বাগান ম্যানেজার নন্দী গোপাল রায়ের সম্পৃক্ততার বিষয়ে ইতিপূর্বেও বিভিন্ন দুর্নীতির প্রতিবেদন বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশ পায়। 
দরপত্র ক্রয়কারী প্রতিষ্ঠান যাহারা দরপত্র দাখিল করতে এসে তালুকদার কন্সট্রাকশন এর পালিত আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা বাধার সম্মুখীন ও শারীরিকভাবে হেনস্থার স্বীকার হওয়া সেই সকল প্রতিষ্ঠানের নাম, দরপত্র ক্রয়ের রশিদ ও স্বাক্ষরসহ চেয়ারম্যানের অবগতির জন্য সংযুক্ত করা হয়েছে।
এদিকে দরপত্র দাখিল করতে বাধাপ্রাপ্ত হওয়া প্রতিষ্ঠানগুলোর উপরোক্ত বিষয়বস্তুর আলোকে তালুকদার কন্সট্রাকশনের এহেন কর্মকান্ডের বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানিয়েছেন।

প্রথম পাতা