লাখাইয়ে সাংবাদিক সুশীল দাসের পিতার পরলোকগমণ ॥ শোক
তারিখ: ১২-জানুয়ারী-২০২৬
স্টাফ রিপোর্টার ॥

লাখাই উপজেলার রুহিতনসী গ্রামের বাসিন্দা, লাখাই প্রেসক্লাবের সদস্য ও লাখাই উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি সুশীল চন্দ্র দাস-এর পিতা সুরেন্দ্র চন্দ্র দাস (৭৫) পরলোকগমণ করেছেন। সুরেন্দ্র চন্দ্র দাস দীর্ঘদিন যাবত বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। গতকাল রোববার (১১ জানুয়ারি) সকালে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোকগমণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র সন্তান ও এক কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন গুনগাহী রেখে যান। তিনি পরলোকগমনে গ্রামের বাড়ি রুহিতনসী সহ সর্বত্র শোকের ছায়া নেমে আসে। দুপুরে তাঁর মরদেহ সার্বজনিন শ্মশানে দাহ করা হয়। সুরেন্দ্র চন্দ্র দাস এর পরলোক গমনে বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন। প্রদত্ত শোকবার্তায় তাঁরা প্রয়াত সুরেন্দ্র চন্দ্র দাস এর বিদেহী আত্মার সদগতি কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান 

প্রথম পাতা