হবিগঞ্জ পৌরসভায় নিবন্ধনকৃত টমটম চালকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তারিখ: ১৪-জানুয়ারী-২০২৬
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ পৌরসভায় নিবন্ধনকৃত টমটম চালকদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার হবিগঞ্জ পৌরসভার আয়োজনে দুইদিন ব্যাপী ঐ প্রশিক্ষণ শুরু হয়। পৌরসভার ১৩০০ চালকদের মধ্যে ৬৫০টি টমটমের চালকদের প্রশিক্ষণ দেয়া হয় প্রথম দিন। বুধবার দ্বিতীয় দিন দেয়া হবে বাকি ৬৫০ জন চালকের প্রশিক্ষণ। এদিন প্রশিক্ষণে উপস্থিত থাকবেন হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন ও হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মঈনুল হক। মঙ্গলবার প্রথম দিন প্রশিক্ষণ পরিচালনা করেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ইকবাল মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বিআরটিএ এর মোটরযান পরিদর্শক মেহেদী হাসান ও সদর ট্রাফিক ইন্সপেক্টর মোঃ আব্দুন নুর। অনুষ্ঠান পরিচালনা করেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী। চালকদের আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, নিরাপদ ও শৃঙ্খলাবদ্ধ যান চলাচল নিশ্চিতকরণ, দুর্ঘটনা হ্রাস এবং যাত্রী সেবার মান উন্নয়নের লক্ষ্যে হবিগঞ্জ পৌরসভা এই প্রশিক্ষণের আয়োজন করে।