স্টাফ রিপোর্টার ॥
বানিয়াচং উপজেলায় উন্নয়ন প্রকল্পের আওতাধীন দুইটি বিল থেকে অতর্কিতভাবে জোরপূর্বক মাছ লুট, ভাঙচুর ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার দুপুর ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ ঘটনা ঘটে। জানা গেছে, বানিয়াচং উপজেলার আল মদিনা মৎস্য সমবায় সমিতি ৬ বছর মেয়াদি উন্নয়ন প্রকল্পের তৃতীয় বর্ষে রয়েছে। সমিতির সভাপতি উস্তার মিয়া। প্রকল্পের আওতায় থাকা বিলগুলো হলো গিরতাইন, বাউরি ও মড়রা বিল। এসব বিলে সরকারি খাজনা পরিশোধসহ ফিশিং খরচ প্রায় ১ কোটি টাকা ব্যয় করা হয়েছে। এছাড়া জয়তারা মৎস্যজীবী সমবায় সমিতি পরিচালিত মেধা বিল উন্নয়ন প্রকল্পে ফিশিং খরচ করা হয়েছে প্রায় ৭০ লাখ টাকা। এ সমিতির সভাপতি ধনেশ্বর সরকার এবং সাধারণ সম্পাদক সিধন সরকার।
অভিযোগে বলা হয়, সদরের আশপাশের বিভিন্ন গ্রামের হাজার হাজার লোকজন পল, জাল ও মাছ ধরার দেশীয় সরঞ্জাম নিয়ে বিলে নেমে পড়ে। তারা কয়েক ঘণ্টার মধ্যেই কোটি কোটি টাকার মাছ লুট করে নিয়ে যায়। এ সময় মাছ বিক্রির নগদ প্রায় ৩ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।
এছাড়া হামলাকারীরা দুইটি পানি সেচ প্রকল্পের মেশিন ও ঘর ভাঙচুর করে এবং সেখান থেকে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। বাধা দিতে গেলে জেলেদের ওপর হামলা চালানো হয়। এতে আলী আমজাদ, আবুল কালাম, নুর উদ্দিন, আকাল উদ্দিনসহ আরও অনেকে আহত হন।
খবর পেয়ে খাগউড়া ফাঁড়ির ইনচার্জ এসআই কামাল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ভুক্তভোগী সমবায় নেতৃবৃন্দ দ্রুত দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ক্ষয়ক্ষতির উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করেছেন।