লাইসেন্স দেয়া না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি টমটম-অটোরিক্স সংগঠনের
তারিখ: ১৪-জানুয়ারী-২০১৬
প্রেস বিজ্ঞপ্তি ॥

 হবিগঞ্জ পৌরসভা এলাকায় যানজট নিরসন করার লক্ষ্যে এবং সড়কে শৃঙ্খলা সমুন্নত রাখতে অটোরিক্সার লাইসেন্স দেয়ার দাবীতে গতকাল ১২ জানুয়ারি রাত ৮টায় স্থানীয় আরডি হলে শ্রমিক-মালিক, টমটম-অটোরিক্সা সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। টমটম মালিক সমিতির আহবায়ক আক্কাছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা জনাব গোলাম মোস্তফা রফিক, নাগরিক আন্দোলন হবিগঞ্জ এর সাধারণ সম্পাদক সাবেক ভিপি আবু হেনা মোস্তফা কামাল। বক্তব্য রাখেন- অটোরিক্সা সংগঠনের সভাপতি কমরেড পীযূষ চক্রবর্তী, কার্যকরী সভাপতি মোঃ ধনু মিয়া, সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসেম, সাংগঠনিক সম্পাদক পলাশ চৌধুরী, সুমন মিয়া, আছকির মিয়া, টমটম সংগঠনের নেতৃবৃন্দ যথাক্রমে- মোঃ কামরুল ইসলাম, উজ্জল মিয়া, মামুন মিয়া, ছমেদ মিয়া, স্বপন গোপ, সেলিম মিয়া, বাবুল মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় নেতৃবৃন্দ আগামী ৭ দিনের মধ্যে অটোরিক্সার নাম্বার প্লেইট প্রদান করে বিশেষ করে হবিগঞ্জ পৌরসভা ও আশপাশের ৫টি ইউনিয়নের শ্রমিক, গ্যারেজ মালিক, অসহায় মহিলা ও প্রতিবন্ধীদেরকে নাম্বার প্লেইট দেওয়ার জোর দাবী জানানো হয়। অন্যথায় টমটম ও অটোরিক্সা সংগঠন যৌথভাবে যাত্রী সেবাদান থেকে বিরত থাকবে।