বাহুবলে বক্তারপুর গ্রামে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০
তারিখ: ১৪-জানুয়ারী-২০২৬
বাহুবল প্রতিনিধি ॥

 বাহুবল উপজেলার বক্তারপুর গ্রামে দু'পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২ টার দিকে উপজেলার ৩নং সাতকাপন ইউনিয়নের বক্তারপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের বক্তারপুর গ্রামের মুক্তার হোসেন ও আমজাদ আলীর লোকজনের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিলো। গতকাল মঙ্গলবার দুপুর মুক্তার হোসেন এর লোকজন জমিতে হালচাষ করতে গেলে আমজাদ আলীর লোকজন বাঁধা দেন। এসময় দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ৩০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে লায়েস মিয়া(৩২), নুর মিয়া(২৫) ও হেলাল মিয়া (২৬) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং সুফি মিয়া, জুনাব আলী, জুয়েল মিয়া ও রিপন মিয়া সহ কয়েকজনকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় দু'পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।