স্টাফ রিপোর্টার ॥
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ ও বাহুবল) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শেখ সুজাত মিয়ার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। নোটিশ সূত্রে জানা যায়, শেখ সুজাত মিয়া (পিতা: মৃত শেখ আব্দুল জব্বার), গ্রাম আক্রমপুর, ডাকঘর নবীগঞ্জ, উপজেলা নবীগঞ্জ, জেলা হবিগঞ্জ সংসদীয় আসন নং-২৩৯, হবিগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন। এ সংক্রান্ত একটি ভিডিও গত ১২ জানুয়ারি ২০২৬ তারিখে “ইঘঘ ঘঊডঝ (বাংলার নিউজ নবীগঞ্জ)” নামক একটি ফেসবুক পেজে প্রকাশিত হয়, যা নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির নজরে আসে।
কমিটি কর্তৃক ভিডিওটি পর্যালোচনায় দেখা যায়, উক্ত ভিডিওতে শেখ সুজাত মিয়া ঘোড়া মার্কায় ভোট প্রদানের আহ্বান জানিয়ে প্রচারণা চালান, যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ এর বিধি ০৩, ১৮, ২৬, ২৭, ২৮ ও ৩০ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর অনুচ্ছেদ ৯১খ (৩)(ক) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ বলে উল্লেখ করা হয়।
এমতাবস্থায় কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে আগামী ১৯ জানুয়ারি ২০২৬, সোমবার সকাল ১০টা ৩০ মিনিটে আজমিরীগঞ্জে অবস্থিত নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির অস্থায়ী কার্যালয়ে স্বশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে লিখিত বক্তব্য বা ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, উক্ত কারণ দর্শানোর নোটিশ দ্রুত জারি করে জারী প্রতিবেদন সংশ্লিষ্ট কার্যালয়ে দাখিলের জন্য নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।