সৈয়দ সঈদ উদ্দীন ডিগ্রি কলেজকে সেরা করতে চাই- সৈয়দ শাফকাত আহমেদ
তারিখ: ১৪-জানুয়ারী-২০২৬
মাধবপুর প্রতিনিধি ॥

 মাধবপুরের ঐতিহ্যবাহী সৈয়দ সঈদ উদ্দীন ডিগ্রি কলেজকে জেলার সেরা শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনির্বাচিত কলেজ গভর্নিং বডির সভাপতি ও সায়হাম নীট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফকাত আহমেদ। তিনি বলেন, (২য় পাতায় দেখুন) আগামী দিনে একটি সুপরিকল্পিত কর্মপরিকল্পনার মাধ্যমে কলেজটির শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে। মঙ্গলবার দুপুরে কলেজ কর্তৃপক্ষের আয়োজনে পিঠা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সৈয়দ শাফকাত আহমেদ বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে গড়ে তুলতে কার্যকর ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলা হবে। তিনি আশ্বাস দেন, কলেজে নিয়মিত সব ধরনের শিক্ষামূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে এবং আর্থিক কারণে কোনো শিক্ষার্থী যেন বঞ্চিত না হয়, সে বিষয়ে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর শিক্ষকবৃন্দের সঙ্গে কথা বলে কলেজের বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জগুলো জেনেছেন। পর্যায়ক্রমে এসব সমস্যার বাস্তবসম্মত সমাধান করা হবে। একটি শিক্ষা প্রতিষ্ঠানকে ভালো করতে হলে ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিশ্বাস থেকেই সবাইকে নিয়ে কাজ করতে চান তিনি। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ জাহির উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, অধ্যাপক মইন উদ্দিন, মাধবপুর পৌর বিএনপির সভাপতি হাজী গোলাপ খান, পৌর সেক্রেটারি আলা উদ্দিন আল রনি এবং কলেজ গভর্নিং বডির সদস্য হাজী ফিরোজসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা কলেজের সার্বিক উন্নয়নে গভর্নিং বডির নতুন নেতৃত্বের উদ্যোগকে স্বাগত জানান এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পিঠা উৎসব উপলক্ষে কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। শেষে আয়োজকরা এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।