প্রেস বিজ্ঞপ্তি ॥ হাওড় বেষ্টিত গ্রাম পূর্ব বাজুকা এবং পশ্চিম বাজুকা, ফরিদপুর, খলাগাঁও, গয়েশপুর, বালিগাঁও। গ্রামগুলো তিন উপজেলাধীন যথাক্রমে অষ্টগ্রাম-লাখাই-বানিয়াচং জনসংখ্যা প্রায় পঞ্চাশ হাজার। ৫ কিলোমিটারের মধ্যে নিকটবর্তী কোন উচ্চ বিদ্যালয় নেই। তাই এলাকাবাসীর সহযোগিতায় বাজুকা গ্রামের কিছু শিক্ষানুরাগী নাগরিক এলাকার অবহেলিত জনগোষ্ঠীর সন্তানদের শিক্ষার আলো ছড়াতে প্রতিষ্টিত হলো “বাজুকা আদর্শ উচ্চ বিদ্যালয়”। গত ১৫ জানুয়ারি ২০২৬ বিদ্যালয়ে পাঠদান উদ্বোধন শুরু হয়েছে। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ৫২ জন ছাত্র/ছাত্রী ও ৪ জন শিক্ষক এই বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু করেন। এলাকার বিশিষ্ট নাগরিকগণ ও স্কুল ম্যানেজিং কমিটির উদ্যোগে এক উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি পীযুষ চক্রবর্তীর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আশরাফ উদ্দিন তালুকদারের পরিচালনায় উদ্বোধনী ভাষন দেন বাজুকা গ্রামের কৃতিসন্তান ঢাকা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক শিশু বিশেষজ্ঞ ডাক্তার নূর উদ্দিন তালুকদার। বক্তব্য রাখেন- জালাল উদ্দিন তালুকদার, এখলাছ উদ্দিন তালুকদার, মোঃ আব্দুর রউফ, মোঃ ইসহাক মিয়া ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নায়েম মিয়া প্রমুখ। উপস্থিত ছিলেন- হাজী ইসমাইল হোসেন, মোঃ আক্রাম খান, মোঃ করিম মিয়া, মোঃ জজ মিয়া, মাওঃ মস্তু মিয়া, মোঃ ফুল মিয়া, মোঃ সাহিদ মিয়া, মুসলেহ উদ্দিন, খোকন তালুকদার, হারুনুর রশিদ, নজরুল ইসলাম, মজনু সরদার, রবীন্দ্র সূত্রধর, ছিদ্দিক মিয়া, আব্দুল কাইয়ুম, আব্দুল মতিন, ক্ষিরমোহন সূত্রধর, কাজল মিয়া, নাইম মিয়া, সুমন তালুকদার, কামরুল তালুকদার, অজিত সুত্রধর, রাধু দাশ, অসিত রঞ্জন দাশ, বৃন্দাবন কলেজ শিক্ষার্থী মোবাশি^র মিয়া, সুশিল রবি দাস ও অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বক্তাগণ স্কুলের শুভকামনা এবং এলাকাবাসীর সহযোগিতার আশ^াস দেন। ইতিপূর্বে অষ্ট্রগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মাসুক নাজিম স্কুলের ৪ রুমের একটি ভবন নির্মাণ করে দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং ডাক্তার নুর উদ্দিন তালুকদার, আমেরিকা প্রবাসী তাউছ তালুকদার হবিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী অক্ষয় কুমার রায় স্কুলের ডোনার হিসেবে আর্থিক সহযোগিতার আশ^াস প্রদান করেন।