স্টাফ রিপোর্টার ॥
হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- চোখের আড়াল হলেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানুষের অন্তরে বেঁচে থাকবেন। কারণ খালেদা জিয়া দেশের মানুষকে কষ্ট দেননি। খালেদা জিয়ার জবান যেমন ছিল পবিত্র, তেমনি উনার কাজও ছিল পবিত্র। দেশের মানুষ ক্ষতিগ্রস্থ হয়, দেশের স্বাধীনতা ক্ষতিগ্রস্থ হয় এমন কর্মে খালেদা জিয়া নিজে জড়াননি, অন্যদেরকে জড়াতে উৎসাহ দেননি। সে জন্য দেশের মানুষ যখনই সুযোগ পেয়েছে, প্রাণ ভরে ভালবাসার প্রতিদান দিয়েছে। যে কারণে খালেদা জিয়াকে কোনো দিন পরাজয়ের স্বাদ গ্রহন করতে হয়নি। তিনি জাতীয় সংসদ নির্বাচনে ২৬টি আসনে এমপি নির্বাচিত হয়েছিলেন। এই রেকর্ড বাংলাদেশের আরও কোনো নেতা-নেত্রীর নেই। মানুষকে ভালবাসলে মানুষ প্রতিদান দেয়। দল ধর্মের উর্ধ্বে উঠে মানুষ খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন, চোখের পানি ফেলেছেন, জানাজায় উপস্থিত হয়েছেন। এটা ছিল খালেদা জিয়ার প্রতি মানুষের ভালবাসার বহিঃপ্রকাশ। তিনি গতকাল সোমবার বিকালে শায়েস্তাগঞ্জ উপজেলার ৮নং শায়েস্তাগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির শোকসভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন। বিএনপির চেয়ারপার্সন ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এই শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে জি কে গউছ আরও বলেন- বিএনপি বিশ্বাস করে মানুষের সেবার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করা যায়। আমরা এই দেশে বসবাস করি। এই দেশ এমনি এমনি স্বাধীন হয় নাই। সকল দল ও ধর্মের মানুষ যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছে। আমাদের পরিচয় আমরা এই দেশের নাগরিক, আমাদের পরিচয় আমরা বাংলাদেশী। আমরা যে দলই করি গণতন্ত্রের সৌন্দর্যই হচ্ছে ভিন্ন মত ভিন্ন পথের মানুষকে নিয়ে এক সাথে পথ চলা। আওয়ামীলীগ সেটা পছন্দ করতো না। তিনি বলেন- আওয়ামীলীগ ছাড়া গত ১৭ বছর কেউ চাকুরী পায় নাই, কেউ ব্যবসা বাণিজ্য করতে পারে নাই। যেমন কর্ম এমন তার ফল। একজন নেত্রী মানুষের হৃদয়ে শ্রদ্ধার আসনে, আরেক নেত্রী জনরোষে দেশ থেকে পালিয়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন। এটা কোনো রাজনীতিবিদের জন্য ভাল উদাহরণ হতে পারে না। আমরা যে ধর্মেরই হই, মৃত্যুর স্বাদ প্রত্যেক মানুষকে গ্রহন করতে হবে, এটা যেন স্বরণ থাকে। ভাল কাজ করলে মানুষ ভাল বলবে, খারাপ কাজ করলেও মানুষ মনে মনে হলেও ঘৃণা করবে। তাই আসুন আমরা ভাল কাজের অংশীদার হই। জি কে গউছ বলেন- ধানের শীষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতীক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতীক, তারেক রহমানের প্রতীক। ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে আমি কাজের মাধ্যমে জনগণের ঋণশোধ করব, ইনশাআল্লাহ।
বিশিষ্ট মুরুব্বি বিএনপি নেতা ডাঃ শামছুল আলমের সভাপতিত্বে ও ৮নং শায়েস্তাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সারওয়ার আলমের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি নিজাম উদ্দিন বেলাল, সাংগঠনিক সম্পাদক আব্বাস উদ্দিন তালুকদার, জেলা যুবদলের আহবায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম এংরাজ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহ আলম, বিএনপি নেতা ইলিয়াছ মিয়া, এনাম মিয়া, জসিম মিয়া, কাউছার মিয়া, আহমেদ আলী, সফিক মিয়া সরদার প্রমুখ।