স্টাফ রিপোর্টার ॥
হবিগঞ্জ-৩ আসনের বৃহত্তর সুন্নি জোট সমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী, ক্যান্সার গবেষক ডা. এস এম সরওয়ার গতকাল হবিগঞ্জ সদর উপজেলায় শহীদ লিয়াকত ও শহীদ জিতু মিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে দোয়ায় শরিক হন।
অনুষ্ঠানটি গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম ও মুয়াজ্জিনবৃন্দ কোরআন তিলাওয়াত ও বিশেষ দোয়া পরিচালনা করেন। দোয়া মাহফিলে শহীদদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনার পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও স্থিতিশীলতা কামনা করা হয়। কোরআন খতম ও দোয়া মাহফিলে ডা. এস এম সরওয়ারের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সদর উপজেলার নেতৃবৃন্দ, যুবসেনা ও ছাত্রসেনার নেতৃবৃন্দ এবং বৃহত্তর সুন্নি জোটের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতা-কর্মীরা।
অনুষ্ঠান শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ডা. এস এম সরওয়ার শহীদ লিয়াকত ও শহীদ জিতু মিয়ার আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বলেন, শহীদদের আদর্শ ও ত্যাগ সমাজে ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় অনুপ্রেরণা জোগায়। আয়োজকরা জানান, শহীদদের স্মরণে এ ধরনের ধর্মীয় কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে।