স্টাফ রিপোর্টার ॥
হবিগঞ্জে জেলা বিএনপির কার্যালয়ের সামনে চাইনিজ কুড়ালসহ প্রীতম দাশ (২০) নামে এক যুবককে আটক যৌথবাহিনী। গতকাল সোমবার সন্ধ্যায় হবিগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ের সামনের সড়ক থেকে দেশীয় অস্ত্রসহ প্রীতম দাশকে আটক করে স্থানীয় লোকজন। পরে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। আটক প্রীতম দাশ বানিয়াচং উপজেলার গুণই গ্রামের পরিমল দাশের ছেলে।
পুলিশ জানায়, শহরের শায়েস্তানগর এলাকায় অবস্থিত হবিগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ের সামনে চাইনিজ কুড়াল হাতে নিয়ে ঘোরাফেরা করছিল প্রীতম দাশ। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে অস্ত্রসহ আটক করে জেলা বিএনপির কার্যালয়ে রাখে। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধিন।