মাধবপুর প্রতিনিধি ॥
বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি অবিচ্ছেদ্য অধ্যায়। এ কথা বলেছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর চুনারুঘাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল। তিনি বলেন, জাতির ক্রান্তিলগ্নে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে শহীদ জিয়া এ দেশের মানুষকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিলেন। তাঁর সেই ঐতিহাসিক ভূমিকার কারণে আজও তিনি তিনি জাতীয়তাবাদী শক্তির হৃদয়ে অমর হয়ে আছেন।
সোমবার সকালে মাধবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সৈয়দ ফয়সল। তিনি বলেন, “শহীদ জিয়া শুধু একজন মুক্তিযোদ্ধাই নন, তিনি ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। একদলীয় শাসনের অবসান ঘটিয়ে তিনি দেশে মত ও পথের স্বাধীনতা প্রতিষ্ঠা করেছিলেন। এ জন্য ইতিহাসের পাতায় তাঁর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।” তিনি আরও বলেন, শহীদ জিয়ার আদর্শ ধারণ করে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন দেশ পরিচালনা করেছেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপসহীন ভূমিকা রেখেছেন। তাঁর নেতৃত্বেই বাংলাদেশ একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংকট অতিক্রম করেছে। বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই আদর্শকে সামনে রেখে একটি আধুনিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন বলে মন্তব্য করেন সৈয়দ ফয়সল।
বক্তব্যে তিনি জানান, আগামী ২২ জানুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান পুণ্যভূমি সিলেটে হযরত শাহজালাল (রাঃ) মাজার জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। তিনি বলেন, “সিলেটের মাটি আধ্যাত্মিকতা ও ঐতিহ্যের প্রতীক। এই পুণ্যভূমি থেকেই আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন যাত্রা শুরু হবে।” সভায় সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দল নেতা ও ইউপি চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি সৈয়দ মোঃ শাহজাহান, সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইশতিয়াক আহমেদ, সায়হাম নীটে কম্পোজিটের এমডি সৈয়দ শাফকাত আহমেদ, চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, বিএনপি নেতা সুমন চৌধুরী, স্বেচ্ছাসেবক দল নেতা ফরিদুর রহমান, আলমগীর কবির, মনিরুল ইসলাম ও আল আমিন ইসলাম প্রমূখ।