স্টাফ রিপোর্টার ॥
হবিগঞ্জ আদ্-দ্বীন মডেল মাদ্রাসায় চুরির অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার রাত আনুমানিক ১০টার মধ্যে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। অভিযোগ অনুযায়ী, মাদ্রাসার অফিস কক্ষসহ সকল শ্রেণিকক্ষের তালা ভেঙে নগদ টাকা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে যায় চোরেরা। ঘটনার বিষয়টি জানানো হলে হবিগঞ্জ সদর মডেল থানায় অবহিত করা হয়। খবর পেয়ে এসআই সুমন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, একদল ব্যক্তি প্রথমে ডিস লাইনের কাজ করার কথা বলে মাদ্রাসার ভেতরে প্রবেশ করে। পরে তারা বিদ্যুৎ সংযোগের তার ও সিসি ক্যামেরার লাইন কর্তন করে চুরির ঘটনা ঘটায় বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় মাদ্রাসা কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে।