বাহুবলে অবৈধ মাটি উত্তোলন ও আচরণবিধি পর্যবেক্ষণ, ৫ হাজার টাকা জরিমানা আদায়
তারিখ: ২০-জানুয়ারী-২০২৬
বাহুবল প্রতিনিধি ॥

 হবিগঞ্জ সদর উপজেলার মিরপুর, লামাতাসি ও সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ মাটি উত্তোলন প্রতিরোধ, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আচরণবিধি পর্যবেক্ষণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয় এবং সংশ্লিষ্টদের ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। অভিযান চলাকালে যানবাহনের ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও ট্যাক্স টোকেন যাচাই করা হয়। এ সময় সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ৭টি মামলায় মোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। প্রশাসন সূত্র জানায়, অবৈধ মাটি উত্তোলন পরিবেশ ও জননিরাপত্তার জন্য ক্ষতিকর। এসব অনিয়ম রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

প্রথম পাতা